আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা এবং অ্যাডভোকেট সিরাজুল হকের সহধর্মিণী জাহানারা হক শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর ৫ মাস ২১ দিন। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার ভোরে এ তথ্য জানানো হয়েছে। আজ বাদযোহর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।জাহানারা হক গত বছরের ২৭ অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
শেখ হাসিনা ও জাহানারা হক।
মুক্তিযুদ্ধা জাহানারা হক ছিলেন একজন সৎ ও সাহসী রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে দেশ হারিয়েছে একজন শ্রেষ্ঠ সন্তানকে এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী হারিয়েছে তাদের একজন আপন মানুষকে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, রয়াল বেঙ্গাল নিউজ পরিবারের পক্ষ থেকে।
বাংলাদেশ সময়: ১০:০০ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২০
রয়াল বেঙ্গাল নিউজ.কম | jamal bhuyian
Development by: webnewsdesign.com