স্মৃতিময় মুহূর্তগুলো যদি
ফিরে আসে
তাকে ভালবাসা
উপহার
নীরব নদীর মত
বয়ে চলে অজানা
গন্তব্য যাহার
নদীতে ভেসে যাবো
দূরে বহু দূর
দিগন্তের শেষ সীমানায়
স্বপ্নে উড়ে বেড়াব আকাশের
সাদা মেঘের ভেলায়
সুন্দরী তরুণী আহবানে
হারাব নীলিমায়
জীবনের সুখ খুঁজে নিব
তোমার আঁচলে
তোমার শরীরে ঘ্রাণে
আহা কি আনন্দ
কি অনুভূতি, অন্তরে গেঁথে
আছে ভালবাসা রং
আমি ভালবাসার ফেরিওয়ালা
আমি খুঁজি কল্পনায় মিষ্টি
হাসি মুখখানি নিরন্তর
কল্পনার ভালবাসা
ভরপুর আমার অন্তর।
শূন্যে ভাসি, নীচে নামী
বকুল শাখায় ফুলের সুভাষ
অবগাহন করি।
কল্পনায় ভালবাসা খুঁজি।
বাংলাদেশ সময়: ৮:১৬ অপরাহ্ণ | শুক্রবার, ১২ মার্চ ২০২১
রয়াল বেঙ্গাল নিউজ.কম | Bhuiyan Akash
Development by: webnewsdesign.com