• কুরবানী ওয়াজিব হওয়ার শর্ত
* কুরবানী ওয়াজিব হওয়ার শর্ত মোট ছয়টি।
১। কুরবানীদাতা মুসলমান হওয়া। অমুসলিমের উপর কুরবানী ওয়াজিব নয়। ২। কুরবানীদাতা আযাদ হওয়া। গোলাম-বাদীর উপর কুরবানী ওয়াজিব নয়। ৩। কুরবানীদাতা বালেগ বা প্রাপ্ত বয়স্ক হওয়া। নাবালেগের উপর কুরবানী ওয়াজিব নয়। ৪। কুরবানীদাতা আকেল বা বোধ শক্তি সম্পন্ন হওয়া। নির্বোধ ও পাগলের উপর কুরবানী ওয়াজিব নয়। ৫। কুরবানীদাতা মুকিম হওয়া। মুসাফিরের উপর কুরবানী ওয়াজিব নয়। ৬। কুরবানীদাতা নেসাবের মালিক হওয়া। গরীবের উপর কুরবানী ওয়াজিব নয়।
সূত্র : ফাতাওয়া শামী ৬/৩১২; ফাতাওয়া আলমগীরি ৫/২৯২; আলহিদায়া ৪/৩৫৫।
• কুরবানীর পশু ক্রয়ের পর ব্যক্তির মৃত্যু
* কেউ যদি কুরবানীর নিয়তে পশু ক্রয় করে কুরবানী করার পূর্বেই মারা যায়, তাহলে পশুটি সদকাহ বা কুরবানী করা ওয়াজিব নয়। বরং তা ত্যাজ্য-সম্পদ হিসেবে গণ্য হবে। অবশ্য ওয়ারিশরা চাইলে উক্ত পশুটি মাইয়েতের ইসালে সাওয়াবের উদ্দেশ্যে কুরবানী করতে পারবে। তবে তা ওয়াজিব নয়। সূত্র : ফাতাওয়া শামী ৬/৩২৬; ফাতাওয়া আলমগীরি ৫/৩০৫।
• কুরবানীর পশু
* বকরী বা খাসী, দুম্বা, ভেড়া, গাভী, ষাড়, বলদ, মহিষ, উট, উটনী এগুলোর প্রত্যেক নর-মাদী দ্বারা কুরবানী করা জায়িয আছে এবং এগুলোই কুরবানীর জন্তু। এ পশুগুলো ব্যতীত বন্যজাতীয় জন্তু যেমন হরিণ, নীলগাই ইত্যাদি দ্বারা কুরবানী জায়িয নয়। সূত্র : ফাতাওয়া আলমগীরি ৫/২৯৭; আলহিদায়া ৪/৩৫৯।
• একটি পশু ক’জনের নামে কুরবানী করা যাবে ?
* বকরী, খাসী, দুম্বা, ভেড়া, নর-মাদী দ্বারা কেবলমাত্র এক নামে একজনই কুরবানী করতে পারে। যদি এগুলো দ্বারা একাধিক ব্যক্তি কুরবানী করে, তাহলে আদায় হবে না। গাভী, বলদ, ষাড়, মহিষ ও উটের মধ্যে এক থেকে সাতজন লোক কুরবানী করতে পারে। তবে যদি কারো অংশ সাতভাগের এক ভাগ থেকে কম হয়, তাহলে একজনেরও কুরবানী হবে না।
সূত্র : ফাতাওয়া আলমগীরি ৫/২৯৭; ফাতাওয়া শামী ৬/৩১৫; আলবাহরুর রায়িক ৮/১৯৮।
আরও পড়ুনঃ
⇒ কুরবানীর ফাযায়েল ও মাসায়েল (পর্ব-১)
⇒ কুরবানীর ফাযায়েল ও মাসায়েল (পর্ব-২)
⇒ কুরবানীর ফাযায়েল ও মাসায়েল (পর্ব-৩)
বাংলাদেশ সময়: ১২:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জুলাই ২০২০
রয়াল বেঙ্গাল নিউজ.কম | Bhuiyan Akash
Development by: webnewsdesign.com