১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে যেটি হয়নি এবার সেটিই হলো বার্সেলোনা সুপারস্টার মেসির সঙ্গে। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ক্লাব ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হল আর্জেন্টাইন কিংবদন্তিকে। ম্যাচের একেবারে শেষমুহুর্ত।
দল পিছিয়ে ৩-২ গোলে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। প্রতিপক্ষ ফুটবলার ভিয়ালারবিয়া শুরুতে একবার ধাক্কা দেন তাকে। এরপর দৌড়াতে গেলে আবারো তাকে ধাক্কা দেন ভিয়ালারবিয়া। রাগ সামলাতে না পেরে থাপ্পড় মেরেই এগিয়ে যান মেসি। শুরুতে রেফারি বিষয়টি খেয়াল না করলেও, পরবর্তীতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি-ভিএআর এর সাহায্য নিয়ে লালকার্ড দেখান ৬ বারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে।
১৭ বছরের বার্সা ক্যারিয়ারে সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে ৭৫৪ টি ম্যাচ খেললেন লিও। এবারই প্রথম লাল কার্ড দেখতে হল তাকে। ম্যাচে মেসির দল হেরেছে। মৌসুমের প্রথম শিরোপা জয়ের সুযোগ নষ্ট করেছে। সবমিলিয়ে কঠিন একটা রাত কাতালান শিবিরের জন্য।
বাংলাদেশ সময়: ৯:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ জানুয়ারি ২০২১
রয়াল বেঙ্গাল নিউজ.কম | Bhuiyan Akash
Development by: webnewsdesign.com