জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উদযাপনের অনুষ্ঠানমালা নিয়ে সন্তোষ প্রকাশ করে ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহত্ব বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের মানুষের জন্যও বড় উদাহরণ এবং অনুপ্রেরণাদায়ী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন জানান, বাংলাদেশ জাতীয় সংসদ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুজিব বর্ষ উদযাপন করতে যাচ্ছে। আগামী ২২-২৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন ছাড়াও বিশেষ সেমিনার, বিশেষ প্রকাশনা, শিশু মেলা আয়োজন করবে জাতীয় সংসদ। তরুণ প্রজন্ম এতে অনুপ্রাণিত হবে এবং বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে তারা আরো স্বচ্ছ ও গভীর জ্ঞান লাভ করবে।
রীভা গাঙ্গুলী দাশ বলেন, বাংলাদেশ মুজিব বর্ষ ও স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে, যা সব বাঙালির জন্য অত্যন্ত গৌরবের। পরে লন্ডন বারা অব ক্রয়ডনের বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র কাউন্সিলর হুমায়ুন কবিরও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা সংসদীয় কার্যক্রম, লন্ডন বারা অব ক্রয়ডনের কার্যক্রম ও মুজিব বর্ষ উদযাপন নিয়ে আলোচনা করেন। হুমায়ুন কবির স্পিকারকে লন্ডন বারা অব ক্রয়ডনে সাদর আমন্ত্রণ জানান।এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৮:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০
রয়াল বেঙ্গাল নিউজ.কম | Bhuiyan Akash
Development by: webnewsdesign.com