নতুন বছরের প্রথমদিনেই বাবা হওয়ার সুখবর পেলেন উমেশ যাদব। ভারতীয় এই তারকা পেসার কন্যাসন্তানের বাবা হয়েছেন। শুক্রবার সদ্যোজাত কন্যার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উমেশ লিখেছেন- এই পৃথিবীতে স্বাগত ছোট্ট রাজকন্যা। তোমাকে এখানে দেখে আমরা সবাই উত্তেজিত।
তার সেই পোস্টের পরপরই শুভেচ্ছা জানান ভক্ত-অনুরাগী প্রত্যেকেই। শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্টোল বোর্ডও। বিসিসিআই টুইটারে লিখেছে- কন্যাসন্তানের বাবা হওয়ার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা উমেশ। একই সঙ্গে আমরা তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। আশা করি, শিগগিরই মাঠে দেখা যাবে তোমাকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসের অষ্টম ওভারে বল করার সময় কাফ মাসলে চোট পান উমেশ যাদব। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে যান ৩৩ বছর বয়সী এই তারকা পেসার। ভারতের হয়ে ৭৫ ওয়ানডে, ৪৮ টেস্ট আর ৭টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ডানহাতি এই পেসার শিকার করেন ২৬৩ উইকেট।
বাংলাদেশ সময়: ১১:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১
রয়াল বেঙ্গাল নিউজ.কম | Bhuiyan Akash
Development by: webnewsdesign.com