কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাঙচুর করা ভাস্কর্যের মেরামত কাজ শুরু হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল থেকে ভাস্কররা বঙ্গবন্ধুর মুখ ও হাত পরিষ্কারের কাজ করছেন।
ভাস্কর জামাল মাহাবুব জানান, মাদ্রাসার দুই ছাত্রের হাতে ক্ষতিগ্রস্ত হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যটির মেরামত কাজ শেষ করতে চারদিন সময় লাগবে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, কুষ্টিয়ার ৫ রাস্তার মোড়ে একই বেদীতে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্যের কাজ ২৩ নভেম্বর শুরু হয়।
প্রতিটি ভাস্কর্যের উচ্চতা হবে ১১ ফুট এবং প্রতিটি ভাস্কর্য তৈরিতে ব্যয় হচ্ছে ৩৪ লাখ ৩৫ হাজার টাকা। গত ৫ ডিসেম্বর রাতে দুই মাদ্রাসাছাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভাঙচুর করে।
বাংলাদেশ সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
রয়াল বেঙ্গাল নিউজ.কম | Bhuiyan Akash
Development by: webnewsdesign.com