ফটো সাংবাদিক
যায় বৃদ্ধাশ্রমে
পএিকায় রিপোর্ট ছাপাবে
তাদের জীবন কাহিনী নিয়ে
জীবন যেখানে যেমন
দেখে আসে ঘুরে
তাদের কথা শুনে
চোখের পানি ঝরে
জীবন খাতায় শূন্য পাতায়
সবই গেছে হারিয়ে
ভিতর পুড়ে ছারখার
কষ্টে হাহাকার
সংসার ছিল বাড়ি ছিল
বয়সের কাছে উড়ে গেল
নিভৃতে কাঁদে বাবা
অথবা মা
সন্তান বাবা মাকে আশ্রমে
রেখে স্ত্রী পুএ নিয়ে সংসার
কাঁটায় অনায়াসে,
আমোদ ফুর্তিতে।
ঈদের দিন
বাবা মা বৃদ্ধাশ্রমে
অপেক্ষায় সন্তানের
আগমনে
ঈদের রান্না খাবে
এই আশায় থাকে
দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে
ফোন করে জানায়
আমরা বেড়াতে এসেছি
অনেক দুরে..
বাবা মায়ের সাথে সন্তানের
এ আচরণ হুশিয়ার করেছে
আমাদের “রব” কোরআনে।
বাংলাদেশ সময়: ১০:০২ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
রয়াল বেঙ্গাল নিউজ.কম | Bhuiyan Akash
Development by: webnewsdesign.com