করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। পরিবর্তিত সময় অনুযায়ী এখন থেকে সারাদেশে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আর রেড জোনে সাধারণত শাখা বন্ধ থাকবে।
তবে ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংকের শাখা ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে। করোনার সংক্রমণের ওপর ভিত্তি করে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা হচ্ছে।
লাল জোনে সাধারণ ছুটি থাকবে বলে ঘোষণা দিয়েছে সরকার। এ পরিপ্রেক্ষিতে ব্যাংক লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ সময়: ৯:০০ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২০
রয়াল বেঙ্গাল নিউজ.কম | Bhuiyan Akash
Development by: webnewsdesign.com