ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ‘হাজী মাহমুদুল হক ভূঁইয়া’। বুধবার(১৭ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মেয়র প্রার্থী মাহমুদুল হক। তিনি অভিযোগ করেন, তার কর্মীদের বিভিন্নভাবে হয়রানি, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন এবং নেতাকর্মীদের মনোবল নষ্ট করতে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে। তবে আগামী ২৮ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে মোবাইল ফোন প্রতীকে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।
মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা রফিক্লু ইসলাম রতন, প্রবাসী মো. সাইফুল্লাহ ও শিক্ষক ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি মাহমুদুল হক ভূঁইয়াসহ তার সমর্থক ১৩ জন নেতাকে সাময়িক বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ।
বাংলাদেশ সময়: ৮:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১
রয়াল বেঙ্গাল নিউজ.কম | Bhuiyan Akash
Development by: webnewsdesign.com