ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক ইরানি নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় উপজেলার খোসালপুর এলাকা তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, কিছু ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছে; এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় খোসালপুর ব্রিজ এলাকা থেকে নাসির সাইয়া নামে ৪৮ বছর বয়সী এক ইরানি নাগরিককে আটক করা হয়। ইরানের তেহরান জেলার ফেরান্ড ফজেএফ এলাকার বাসিন্দা তিনি।
সীমান্ত পার হয়ে ভারত হয়ে ইউরোপে যাওয়ার জন্য দালালদের খপ্পড়ে পরে তিনি জাহাজে করে বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:০০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
রয়াল বেঙ্গাল নিউজ.কম | Bhuiyan Akash
Development by: webnewsdesign.com