মাটির বাড়ি, মাটির ঘর
মাটি হবে বিছানা
দুনিয়ার মোহে
কবরের ঘর অচেনা
প্রভুর কঠিন শাস্তি
ছিল অজানা
কুরআনে ছিল বর্ণনা
পড়তে করেছি অবহেলা
কুরআনকে বন্ধু বানাও
কবর হবে নিরাপদ
হবে না কোন বিপদ
হবে না শাস্তি, পাবে মুক্তি
কবর কারো জন্য জান্নাত
করো জন্য জাহান্নামের গর্ত
নেক আমল হবে মুক্তির শর্ত।
কবর বড় ভয়ংকর জায়গা
নেই কোন ছায়া
এখানকার জীবন শুরু আছে
শেষ নাই।
আফসোস আর আফসোস।
মৃত্যু যখন তখন
কেউ জানে না
মৃত্যু হলেই কবরে বসবাস
শরু হবে সওয়াল জবাব
দুনিয়ার প্রাচুর্য্য
দুনিয়ার সম্পদ করবে
পরিহাস
কবর পোকা মাকড়ের
ঘর
কবরবাসী জানে শাস্তির
খবর
আছে ভয়ংকর সাপ
কবর দিবে কঠিন চাপ
হাড় মাংস হবে চুরমার।
বাংলাদেশ সময়: ১০:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১
রয়াল বেঙ্গাল নিউজ.কম | Bhuiyan Akash
Development by: webnewsdesign.com