রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য, বিকৃত ছবি পোস্ট ও শেয়ার’ করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে আব্দুল কাদেরের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আটক আব্দুল কাদের সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন পারকুল গ্রামের আব্দুন নূরের ছেলে। তিনি নগরীর জালালাবাদ থানাধীন পাঠানটুলা এলাকায় বসবাস করছিলেন। সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানার মদিনা মার্কেট এলাকা থেকে আব্দুল কাদের (২৯) নামের ওই যুবককে আটক করা হয় বলে জানান তিনি।
আরও পড়ুনঃ শনিবার থেকেই শুরু হচ্ছে অ্যান্টিজেন টেস্ট
ওসি আরো বলেন, আব্দুল কাদের ফেসবুকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সড়ক পরিবহনমন্ত্রী, সেনাপ্রধান, আইজিপিকে নিয়ে কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য, বিকৃত ছবি পোস্ট ও শেয়ার করেন। তার বিরুদ্ধে জালালাবাদ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এসআই মো. আসাদুজ্জামান।
বাংলাদেশ সময়: ১১:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০
রয়াল বেঙ্গাল নিউজ.কম | Bhuiyan Akash
Development by: webnewsdesign.com