বিষ টোপ দিয়ে লাল শাপলা বিলে অতিথি পাখি নিধন ভারতীয় খাসিয়াদের নিকট পাচার করেছে একটি চক্র। গত কয়েকদিন ধরে জৈন্তাপুর উপজেলার লাল শাপলা বিলে হতে ৮ থেকে ১০জনের একটি চক্র পটাশ মিশ্রিত মাছ দিয়ে শীতের সময়ে আসা অতিথি পাখি নিধন করছে ৷
প্রতিদিন রাতে আর এসব পাখি তারা ভারত সীমান্তের ওপারে থাসিয়াদের নিকট মোটা অংকের বিনিময়ে বিক্রয় করছে ৷ ইতোমধ্যে লাল শাপলা বিলে শামুকখৈল, বালি হাঁস, পাতিহাঁস, ডাউক, এবং ময়ুরকন্ঠি পাখি সহ বিভিন্ন ধরনের পাখি উপস্থিতি ব্যপক হারে দেখা মিলে ৷ কিন্তু দিন দিন পাখির সংখ্যা রহস্য জনক ভাবে কমতে শুরু করেছে ৷
এদিকে বিলে দেশিয় কিছু সংখ্যক দেশিয় হাঁস বিলের পানিতে মাছ খেয়ে অন্তত ৮ থেক ১০টি হাঁস মরে গেলে বিষয়টি জানাজানি হয় ৷ কিন্তু এরপরও লাল শাপলার বিলে চলছে বিষটোপ পাখি নিধন ৷ যেন দেখার কেউ নেই, তাই প্রশাসনের বিষয় মাথায় নেওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।
বাংলাদেশ সময়: ৬:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
রয়াল বেঙ্গাল নিউজ.কম | Bhuiyan Akash
Development by: webnewsdesign.com